Logo
ব্রেকিং নিউজ :
Wellcome to our website...

মুন্সীগঞ্জে এডিসিসহ করোনা শনাক্ত ১৫, মৃত ১

অনলাইন ডেস্ক
আপডেট সময় : Sunday, May 24, 2020

1

মুন্সীগঞ্জে রবিবার এডিসি(রাজস্ব)সহ আরও ১৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের একজন মারা গেছেন। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ১৮ জন।

এই নিয়ে জেলায় করোনা শনাক্ত হলো ৫৫৫ জনের, এর মধ্যে মারা গেছেন ১৮ জন, সুস্থ হয়েছেন ১৬৩ জন। মুন্সীগঞ্জ সদরেই ২৬১ জনের করোনা শনাক্ত হয়েছে।

মুন্সীগঞ্জ সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ জানান, শুক্র ও শনিবার পাঠানো ৫২টি রিপোর্ট আসে রবিবার। নতুন পজেটিভ আসা ১৫ জনই মুন্সীগঞ্জ সদর উপজেলার।

তিনি জানান, এই নিয়ে এপর্যন্ত ৩১৫১টি নমুনার রিপোর্ট আসলো। শনিবার ও রবিবার সংগ্রহ করা ২৯০টি নমুনা একত্রে দুপুরে ঢাকায় পাঠানো হয়েছে। এপর্যন্ত ৩৫১১টি রিপোর্ট ঢাকায় পাঠানো হলো।

মুন্সীগঞ্জ সদর উপজেলায় নতুন করোনা শনাক্তদের মধ্যে রয়েছেন মুন্সীগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ সাইফুল ইসলাম (৩৯)।

জেলা প্রশাসনের ঠিকানায় আরও রয়েছে পুরুষ (২২), পুরুষ (৪০) ও পুরুষ (৪২)।
শহরের মাঠপাড়ায় একই পরিবারের তিনজন মহিলা (২৭), কিশোরী (১১) ও কন্যা শিশু (৬)। মালাপাড়ার দু’ মহিলা (৪০) ও (২২)। উত্তর ইসলামপুরে পুরুষ (৪৮), দক্ষিণ ইসলামপুরে মহিলা (৪৫), খালইস্টে কলেজ ছাত্র (২২), সিপাহিপাড়া গ্রামের মহিলা (৪৭) এবং রিকাবীবাজারের মহিলা (২৭)।

মুন্সীগঞ্জ শহরের শ্রীপল্লীতে শুক্রবার মারা যাওয়া আব্দুল করিম (৪৫) করোনা শনাক্ত হয়েছে। মারা যাওয়ার পর তার নমুনা সংগ্রহ করা হয়।


এ জাতীয় আরো খবর
Theme Created By ThemesDealer.Com
0Shares
0Shares