4
মুন্সীগঞ্জ সদর উপজেলার মিরকাদিম পৌরসভার মিরাপড়া গ্রামে করোনা উপসর্গ নিয়ে জাহাঙ্গীর বেপারী (৬০) বৃৃৃদ্ধ মারা গেছেন।
শুক্রবার ভোর রাতে ৪ টায় তিনি করোনা উপসর্গ নিয়ে মারা যান। এদিকে তাকে স্বাভাবিক ভাবে দাফনের চেষ্টা চলছে।
মুন্সীগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারুক আহাম্মেদ জানান, স্থানীয়দের কাছ থেকে জানতে পেরেছি। এ ব্যাপারে খোঁজখবর করে ব্যবস্থা নেয়া হচ্ছে। ডব্লিওএইচও’র প্রটোকলে দাফন করতে হবে।
মুন্সীগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সুমন কুমার বণিককে জানানো হয়েছে। যেহেতু উপসর্গ ছিল তার তার সংস্পর্শে যারা ছিল তারা যাতে সতর্ক থাকে সে ব্যাপারে তাদেরকে সচেতন করে দেয়া হয়েছে।