5
মুন্সীগঞ্জে শিশু ও কিশোরীদের শারিরীক যত্নবিষয়ক এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। আমিনা হক ফাউন্ডেশন ও ইনার হুইল ক্লাব ঢাকা ওয়েস্ট এর উদ্যেগে গতকাল শনিবার বেলা ১১ টার দিকে সিরাজদিখান উপজেলার কোলা ইউনিয়নের উত্তর নন্দনকোনা এলাকায় এ সভাটি অনুষ্ঠিত হয়।
এ সময় শিশু, কিশোরীর শারীরিক ও মানুষিক যত্ন সর্ম্পকে বিষদ আলোচনা করা হয়। অনুষ্ঠানে নভিন্স এর সৌজন্যে ২৫ জন কিশোরী ও ২৫ জন শিশু শিক্ষার্থীদের মাঝে সাবান, শ্যাম্পু,তৈল,স্যানীটারি ন্যাপকিন,অর্ন্তবাস, স্কুলব্যাগ ও ছাতাসহ বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন,আমিনা হক ক্রাফট প্রাইভেট লিমিটেড এর ব্যাবস্থাপনা পরিচালক আমিনা হক, আমিনা হক ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট সুমাইনা আবেদিন,ইনার হুইল ক্লাব অফ ঢাকা ওয়েস্ট এর প্রেসিডেন্ট বিলকিস রমজান, ইনার হুইল ক্লাব অফ ঢাকা ওয়েস্ট এর কোষাধ্যক্ষ নাজমা শফিক,আইএসও অ্যাডভোকেট আঞ্জুমান শিউলি,সদস্য মালেকা পাভিন, নেজরা হক রুজি ও স্বন্ধি কমিউনিকেশনের স্বত্বাধীকারী আফরোজা বেগম শিরিন প্রমূখ।