5
মুন্সীগঞ্জে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে গুলির ঘটনায় ছাত্রলীগ ও যুবলীগের দুই নেতাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) মুন্সীগঞ্জ জেলা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, মঙ্গলবার দিবাগত রাতে সদরের চরকেওয়ার ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. শাকিল ও একই ইউনিয়নের যুবলীগের সভাপতি সুলতান কাজী বাবুকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ।পরে বুধবার (২৯ এপ্রিল) বিকেলে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
বুধবার তাদের কারাগারে পাঠানো হলে বৃহস্পতিবার পুলিশের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
মুন্সীগঞ্জ জেলা ডিবির ওসি মোজাম্মেল হোসেন জানান, গত ২৬ এপ্রিল রাত ৮টার দিকে জেলা ইদ্রাকপুর এলাকায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান নির্বাহী প্রকৌশলীর কক্ষ লক্ষ্য করে দুবৃত্তরা গুলি করে। রাতেই পুলিশ ঘটনাস্থল থেকে দুই রাউন্ড গুলির খোসা উদ্ধার করে।
পরে গোপন তথ্যের ভিত্তিতে ২৮ এপ্রিল রাতে সদর উপজেলার চরাঞ্চলের নলবুনিয়াকান্দি গ্রামে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেতা শাকিল ও হোগলাকান্দি গ্রামে অভিযান চালিয়ে সুলতান কাজী বাবুকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে বুধবার তাদের আদালতে পাঠানো হয়।
মুন্সীগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনিচুর রহমান জানান, গুলির ঘটনায় মুন্সীগঞ্জ জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান নির্বাহী প্রকৌশলী মো. সাইফুল ইসলাম অজ্ঞাত পরিচয়দের আসামি করে সদর থানায় মামলা রুজু করেন।
এ প্রসঙ্গে মুন্সীগঞ্জ জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান নির্বাহী প্রকৌশলী মো. সাইফুল ইসলাম বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেল ৫ টার দিকে রাইজিংবিডিকে বলেন, ‘আমি চার মাস আগে মুন্সীগঞ্জ জেলায় যোগদান করি। আমার সঙ্গে এ পর্যন্ত কারো সঙ্গে কোনো ধরনের শত্রুতা বা বাকবিতণ্ডা হয় নাই। তাছাড়া, বর্তমানে করোনা পরিস্থিতির মধ্যেও রাষ্ট্রীয় নির্দেশ মোতাবেক অফিস করতে হচ্ছে। কে বা কারা হত্যার উদ্দেশ্যে আমার উপস্থিতিতে অফিস কক্ষে গুলি করে। আমি অপরাধীদের উপযুক্ত বিচার দাবি করছি।’