5
মুন্সীগঞ্জ সদর উপজেলার ধলাগাও বাজার এলাকায় তিন দোকানে টিসিবির তেল বিক্রির দায়ে ডিলারসহ তিন দোকানকে ১লাখ ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদলত। শনিবার(১১ এপ্রিল) বিকাল ৬টায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ আশিক কবির এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন।
জরিমানাকৃত তিন দোকান হলো- মোঃ আনোয়ার হোসেনকে ২৫ হাজার টাকা, আঃ করিমকে ৩০ হজার টাকা ও আঃ শেখকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া ডিলার মোঃ মনির হোসেনকে না পাওয়া গেলেও তার ভাই মোঃ শামসুদ্দিনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ধলাগাও বাজারে অভিযান পরিচালিত হয়। তিন দোকানদার ৭২ ক্যান তেল বিক্রি করেছে। এছাড়া মোঃ আনোয়ার হোসেনের দোকান থেকে ৬০ ক্যান, আঃ করিমের দোকান থেকে ৮০ ক্যান, আঃ শেখ দোকানে ৪ ক্যান তেল জব্দ করা হয়। এসব তেল ৫লিটার। তিন দোকানকে ৬০ হাজার টাকা ও টিসিবির ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। ভবিষ্যতে যাতে এরকম অপরাধ না করে সেজন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়।