8
মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান থানায় ২টি অত্যাচার নির্যাতনের অভিযোগের পর গত ২১ জুন হতে নিখোঁজ রয়েছেন এবিষয়ে থানায় একটি সাধারণ ডাইরি করা হয়েছে।
উপজেলার লতব্দী ইউনিয়নের নতুন ভাষানচর গ্রামের মৃত হাফিজউদ্দিন মেয়ে বালুচর ইউনিয়নের মোল্লাকান্দী গ্রামের মৃত সফিকুল ইসলাম বাউলের স্ত্রী সাহানাজ বেগম (৪০) থানায় ২ টি অত্যাচার নির্যাতনের অভিযোগের পর ১৩ দিন যাবত নিখোঁজ রয়েছেন নিখোঁজের বড় ভাই মোক্তার হোসেন গত ২৭ জুন এবিষয়ে সিরাজদিখান থানায় একটি সাধারণ ডাইরি করেন যাহার নং ৮১৪।
দ্বিতীয় অভিযোগের তদন্তকারী অফিসার এসআই বিজয় কৃষ্ণ কর্মকার এর কাছে জানতে চাইলে তিনি বলেন তাদের পারিবারিক কলহ বিদ্যমান ছেলে মাকে দেখতে পারেনা মা ছেলেকে দেখতে পারেনা।
এবিষয়ে সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মো: ফরিদউদ্দিন জানান তাদের পারিবারিক ঝামেলে রয়েছে বিষয়টি আমরা তদন্ত করে খতিয়ে দেখতেছি।