5
মুন্সীগঞ্জে শনিবার নতুন আরও ৪৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট ২২৫০ জনের করোনা শনাক্ত হলো। শনিবার নতুন আরও ১০ জন সুস্থ হয়ে জেলায় করোনা জয়ীর সংখ্যা দাঁড়িয়েছে ৮৫১।
এছাড়াও গত ২৪ ঘন্টায় নতুন মৃত্যু নেই। জেলায় মোট মারা গেছেন ৫২ জন।
সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ জানান, শনিবার নতুন শনাক্ত ৪৪ জনের মধ্যে সদর উপজেলায় ১০ জন, সিরাজদিখান উপজেলায় ৬ জন, টঙ্গীবাড়ি উপজেলায় ৫ জন, লৌহজং উপজেলায় ৮ জন, গজারিয়া উপজেলায় ৫ জন, শ্রীনগর উপজেলায় ১০ জন করোনা শনাক্ত হয়েছে।
গত ২ ও ৩ ই জুলাই তারিখের ১৪৭ টি রিপোর্ট এসেছে এর মধ্যে ৪৪ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি আরও জানান, জেলায় ১০৭৪২ টি নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে এর মধ্যে রিপোর্ট এসেছে ১০৫৬৩ টি।