1
মুন্সীগঞ্জে রবিবার পাঠানো ৭০ জনের সোয়াব পরীক্ষার রিপোর্ট আসা শুরু হয়েছে। এই রিপোর্ট লেখার সময় সোমবার (বিকাল সোয়া ৪ টা) ২৯ জনের রিপোর্ট পৌছেছে । এই ২৯ জনেরই রিপোর্ট নেগেটিভ। এদের কেউ কারো করোনা নেই। মুন্সীগঞ্জ সিভিল সার্জন অফিস জানায়, এর মধ্যে গজারিয়া উপজেলার ১৭ জন, টঙ্গীবাড়ির উপজেলার ১০ এবং মুন্সীগঞ্জ সদর উপজেলার দু’জনের রিপোর্ট পাওয়া গেছে ।
মুন্সীগঞ্জ সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ জানান, ৭০ জনের মধ্যে গজারিয়া উপজেলায় ১৭, টঙ্গীবাড়ি উপজেলাা ১০। এই দুউপজেলার রিপোর্ট এসেগেছে। এছাড়া মুন্সীগঞ্জ সদর উপজেলার ১৯ জনের মধ্যে ২ জনের এসেছে, বাকী আছে ১৭ জন। আর লৌহজং উপজেলায় ৫, শ্রীনগরে উপজেলায় ৫ ও সিরাজদিখান উপজেলায় ১৪ জনের রিপোর্ট এখনও আসেনি। তবে কথা হয়েছে রিপোর্ট চলে আসবে।
এপর্যন্ত মুন্সীগঞ্জ জেলায় ৪৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৫ জন মৃত।
মোট শনাক্তদের মধ্যে মুন্সীগঞ্জ সদর উপজেলায় ৯ জন (এর মধ্যে শহরে ২ জন। দু’জনই মানিকপুরের), গজারিয়ায় ৮ জন, টঙ্গীবাড়িতে ১০ জন, সিরাজদিখানে ৭ জন, শ্রীনগরে ৪ জন এবং লৌহজং উপজেলায় ৫ জন।