Logo
ব্রেকিং নিউজ :
Wellcome to our website...

মুন্সীগঞ্জে নতুন করোনা শনাক্ত ২৩, জেলায় ৩৫৩, সুস্থ ৩৭, মৃত ১২

অনলাইন ডেস্ক
আপডেট সময় : Friday, May 15, 2020

1

মুন্সীগঞ্জে শুক্রবার ২৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এই নিয়ে জেলায় মোট ৩৫৩ জনে করোনা শনাক্ত হলো। নতুন আরও তিন জন ৪ জন সুস্থ হয়েছেন। এই নিয়ে জেলায় ৩৭ জন করোনা জয় করলেন। সিভিল সার্জন অফিসের হিসাবে এখনও মৃত সংখ্যা ১২।

নতুন ২৩ জনের মধ্যে মুন্সীগঞ্জ সদর উপজেলায় ১৪ জন, সিরাজদিখান উপজেলায় ২ জন, টঙ্গীবাড়ি উপজেলায় ৩ জন, শ্রীনগর উপজেলায় ২ এবং লৌহজং উপজেলায় ২ জনের করোনা শনাক্ত হয়েছে। সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ জানান, ১২০ জনের নমুনার রিপোর্ট পাঠিয়েছে নিপসম। এর মধ্যেই ২৩ জনের করোনা পজেটিভ এসেছে। এই নিয়ে ১৮০৪টি নমুনার রিপোর্ট পাওয়া গেলো। বৃহস্পতিবার পর্যন্ত ২০৫৭টি নমুনা ঢাকায় প্রেরণ করা হয়েছে।

শুক্রবার আরও ১৯০টি নমুনা নিপসমে প্রেরণ করা হলো। এই নিয়ে ২২৪৯টি নমুনা সংগ্রহ করে তা ঢাকায় প্রেরণ করা হলো।

জেলায় মোট শনাক্ত ৩৫৪ জনের মধ্যে মুন্সীগঞ্জ সদর উপজেলায়ই ১৫১ জন, এরপরে সিরাজদিখান উপজেলায় ৫৬ জন। এছাড়া শ্রীনগর উপজেলায় ৪৩ জন, লৌহজং উপজেলায় ৩৯ জন, গজারিয়া উপজেলায় ৩৪ জন এবং টঙ্গীবাড়ি উপজেলায় ৩১ জনের করোনা শনাক্ত হয়েছে। মুন্সীগঞ্জ সিভিল সার্জন অফিসের দেয়া তথ্য মোতাবেক এই রিপোর্ট তৈরী হয়েছে।


এ জাতীয় আরো খবর
Theme Created By ThemesDealer.Com
0Shares
0Shares