1
মুন্সীগঞ্জে নতুন আরও ৪৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট শনাক্ত হলো ৭০৩ জনের। এছাড়া শনিবার আরও ৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। গজারিয়া উপজেলায় ৩ জন, সদর উপজেলায় ১ জন এবং শ্রীনগর উপজেলায় ১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। জেলায় মোট সুস্থ হয়েছেন ১৯৮ জন এবং মারা গেছেন ১৯ জন।
মুন্সীগঞ্জ সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ জানান, ২৮ ও ২৯ মে তারিখে পাঠানো আরও ১৮৪টি নমুনার রিপোর্ট শনিবার এসছে। এর মধ্যে ৪৪ জনের পজেটিভ রিপোর্ট আসে। নতুন পজেটিভ আসা ৪৪ জনের মধ্যে সদর উপজেলায় ৩৯ জন, শ্রীনগর উপজেলায় ৩ জন, লৌহজং উপজেলায় ১ জন এবং সিরাজদিখানে ১ জনের করোনা শনাক্ত হয়।
নতুন শনাক্তরা হলেন সদর উপজেলার চম্পাতলা পুরুষ (৪৫), ইদ্রাকপুরে পুরুষ (৩০), মানিকপুরের মহিলা (২৬), খালইস্টের পুরুষ (১৫), খালইস্টের মহিলা (৪০), বজ্রযোগিনীর পুরুষ (৪৪), বজ্রযোগিনীর পুরুষ (৪৮), মালপাড়ার মহিলা (৪৫), গনকপাড়ার পুুরুষ (৪৫), মালপাড়ার মহিলা (৬০), মালপাড়ার পুরুষ (১৩), মালপাড়ার শিশু (৩), দেওভোগ পুরুষ (৫০), মিরকাদিমের পুরুষ (৬০), ফুলতলার পুরুষ (৪৯), রনছর পুরুষ (৪০), রনছর মহিলা (২৮), রনছর শিশু (৮), ডিসি অফিসের পুরুষ (৪০), মিরকাদিমের পুরুষ (৩২), মিরকাদিমের পুরুষ (৩৭), গোয়ালপাড়ার মহিলা (৪৫), রামপালের পুরুষ (২৯), মিরকাদিমের মহিলা(৪৫), পঞ্চসারের পুরুষ (৪০), রামপালের পুরুষ (২৪), সুখবাসপুরের মহিলা (২৫), কাটাখালির পুরুষ (৪৫), পানামের মহিলা (২৮), নয়াগাঁওয়ের শিশু (৪), বজ্রযোগিনীর পুরুষ (৩২), বজ্রযোগিনীর পুরুষ (৩০), ডিসি অফিসের পুরুষ (৫৮), খালইস্টের পুরুষ (৪৯), খালইস্টের পুরুষ (৩০), টরকির পুরুষ (২৫), রনছর পুরুষ (২৮), মিরকাদিমের পুরুষ (২১), পানামের পুরুষ (৪২ ), শ্রীনগর উপজেলার বাড়ৈখালরি পুরুষ (৫০), শ্রীনগর সদরের পুরুষ (৩৪), দেলভোগের পুরুষ (৩৪), লৌহজং উপজেলার পুরুষ (১৭) উত্তর হলদিয়া এবং সিরাজদিখান থানার পুরুষ (৩০)। শনিবার ৮২টি সোয়াব পরীক্ষার জন্য নিপসমে পাঠানো হয়েছে।
এ পর্যন্ত ৪১৫৩ টি সোয়াব পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এর মধ্যে রিপোর্ট এসেছে ৩৮৯৩ জনের। এখনও ২৬০ টি রিপোর্ট পেন্ডিং আছে।