1
মুন্সীগঞ্জে নতুন আরও ৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট শনাক্ত হলো ৬৬৪ জনের। এছাড়া শনিবার আরও ৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এর মধ্যে গজারিয়া উপজেলায় ৩ জন, সদর উপজেলায় ১ জন এবং শ্রীনগর উপজেলায় ১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। জেলায় মোট সুস্থ হয়েছেন ১৯৮ জন এবং মারা গেছেন ১৯ জন।
মুন্সীগঞ্জ সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ জানান, শুক্রবার রাতে ২৮ তারিখে পাঠানো আরও ৪৩টি নমুনার রিপোর্ট আসে। এর মধ্যে ৪ জনের পজেটিভ রিপোর্ট আসে। নতুন পজেটিভ আসা ৪ জনের মধ্যে শ্রীনগর উপজেলায় ৩ জন এবং সিরাজদিখানে ১ জনের করোনা শনাক্ত হয়। এরা হলেন শ্রীনগর উপজেলার বাড়ৈখালরি পুরুষ (৫০), শ্রীনগর সদদের পুরুষ (৩৪), দেলভোগের পুরুষ (৩৪) এবং সিরাজদিখান থানার পুরুষ (৩০)। শনিবার ৮২টি সোয়াব পরীক্ষার জন্য নিপসমে পাঠানো হয়েছে।
এ পর্যন্ত ৪১৫৩ টি সোয়াব পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এর মধ্যে রিপোর্ট এসেছে ৩৭৫২ জনের। এখনও ৪০১ টি রিপোর্ট পেন্ডিং আছে।