4
খ্রিষ্ট্রীয় ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ক্রিসমাস বা বড় দিন। এ উপলক্ষে স্বাস্থ্য বিধি মেনে কেক কেটে আনন্দঘন পরিবেশে মধ্য দিয়ে দিনটি উদযাপন করেছেন মুন্সীগঞ্জের খ্রিষ্ট্রীয় ধর্মাবলম্বীরা। মুন্সীগঞ্জ সদর ব্যাপ্টিস্ট চার্চের আয়োজনে শুক্রবার পৌরসভার হাটলক্ষিগঞ্জ এলাকার নয়াপাড়ায় ব্যাপ্টিস্ট চার্চে বাইবেল পাঠ, প্রার্থনা, গান, প্রিতি ভোজ ও বাংলাদেশ পরিচর্য্যা র্চাচ মিনিস্ট্রি উদ্যোগে অসহায়দের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়।
এতে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) খন্দকার আশফাকুজ্জামান, বাংলাদেশ পরিচর্য্যা র্চাচ মিনিস্ট্রির পরিচালক পাষ্টার উইলিয়াম এ দাস, সদর থানার ওসি আবুবক্কর, পরিচালনায় ছিলেন সলেমন গমেজ।
এছাড়াও অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন হিউবাট হালদার,সিমন হালদার,বিবোদান বাড়ৈ, অধির বিশ্বাস প্রমুখ। বড় দিন উপলক্ষে মুন্সীগঞ্জের খ্রিষ্ট্রীয় ধর্মাবলম্বীদের মাঝে কেক পাঠিয়ে শুভেচ্ছা জানান, মুন্সীগঞ্জ পুলিশ সুপাার আব্দুল মোমেন।