1
মুন্সীগঞ্জে নিরাপদ সড়ক চাই সংগঠনের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। গতকাল মঙ্গলবার ১ই ডিসেম্বর দিবসটি উপলক্ষ্যে সন্ধ্যায় সংগঠনের টঙ্গীবাড়ী উপজেলা শাখার আয়োজনে শহরের দরবার পার্টি প্যালেস এন্ড রেস্টুরেন্টে আলোচনা সভা ও পরে নৈশভোজ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (মুন্সীগঞ্জ সদর) মোঃ আদিবুল ইসলাম।
সংগঠনের সভাপতি এম জামাল হোসেন মন্ডলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইফুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এড. সোহানা মহিউদ্দিন, মুন্সীগঞ্জ ট্রাফিক অফিসার বজরুর রহমান, টঙ্গীবাড়ী উপজেলা কৃষকলীগের সহ-সভাপতি মোঃ রাশেদ নবী খোকন।
সংগঠনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি শহীদ-ই-হাসান তুহিন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সংগঠনের জয়নাল আবেদিন, সেতু দেওয়ান, মাসুস হোসেন অপু সহ অন্যান্যরা। বক্তারা বলেন, বর্তমান করোনা পরিস্থিতিতে নিজেদের সুরক্ষায় স্বাস্থ্যবিধি মানা যেমন জরুরি সড়কে চলাচলে সড়কের নিয়মকানুন মানা জরুরি। তাই সবাইকে স্বাস্থ্যবিধি ও সড়ক নিরাপত্তার বিষয়ে সচেতন হতে হবে।