Logo
ব্রেকিং নিউজ :
Wellcome to our website...

মুন্সীগঞ্জে নৌপুলিশের অভিযান, কারেন্ট জাল ধ্বংস

তুষার আহাম্মেদ
আপডেট সময় : Wednesday, October 21, 2020
মুন্সীগঞ্জে সাড়ে ৫ কোটি মিটার কারেন্ট জাল ধ্বংস

8

মুন্সীগঞ্জে নৌপুলিশের অভিযানে ৫ কোটি ৪০ লক্ষ ৬০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। বুধবার বিকালে এগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। জব্দ এসব জালের মূল্য প্রায় ১১ কোটি টাকা।

নৌ পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার সকাল ৬টা থেকে দুপুর পর্যন্ত মুন্সীগঞ্জ সদর উপজেলার গোসাইবাগ ও দশকানি এলাকায় অভিযান চালানো হয়। এসময় স্থানীয় বিভিন্ন জালের কারখানা ও বাড়ি থেকে এসব অবৈধ জাল জব্দ করা হয়।

পরে বিকালে কিছু জাল আলামত হিসেবে রেখে বাকিগুলো মিরকাদিম নৌ পুলিশ লাইন্স মাঠে উর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

নৌ পুলিশ সুপার (নারায়ণগঞ্জ অঞ্চল) মীনা মাহমুদার নেতৃত্বে অভিযানে অংশ নেন- অতিরিক্ত পুলিশ সুপার (নৌপুলিশ ঢাকা অঞ্চল) আবুল কালাম আজাদ, মুক্তারপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ বীর হোসেন খাঁনসহ সঙ্গীয় ফোর্স।


এ জাতীয় আরো খবর
Theme Created By ThemesDealer.Com
0Shares
0Shares