4
মুন্সীগঞ্জে জব্দ নয় ৭৫ মামলার আলামত ৯ কোটি ১১ লাখ টাকা মূল্যের কারেন্ট জাল ও সুতার ববিন পুড়িয়ে ধংস করা হয়েছে। সোমবার বিকালে মিরকাদিম নৌ-পুলিশ লাইন্স মাঠে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আরাফাতুল রাকিবের উপস্থিতিতে এসব জাল পুড়িয়ে ধংস করা হয়।
ধ্বংস আলামতগুলোর মধ্যে ছিল- ১ কোটি ৭৬ লাখ ৮৫ হাজার মিটার কারেন্টজাল ও ৮৮৬ বস্তা কারেন্টজালের সুতার ববিন।
মুক্তারপর নৌ-পুলিশ ফাঁড়ির ৬৭ মামলা, লৌহজং নৌ-পুলিশ ফাঁড়ির ১ ও মাওয়া নৌ-পুলিশ ফাড়ির ৭টি মামলায় এসব আলামত জব্দ করা হয়েছিল।
এসময় উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ অঞ্চলের নৌ পুলিশ সুপার মীনা মাহমুদা, মুন্সিগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা ড. আব্দুল আলীম, নারায়ণগঞ্জ অঞ্চলের সহকারী পুলিশ সুপার আনিসুর রহমান, মুক্তারপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ কবীর হোসেন খাঁন প্রমুখ।