4
করোনা মহামারি চলছে সারা বিশ্বে বাংলাদেশেও চলছে। চলছে হতদরিদ্র পরিবারের খাদ্য সংকট! আর এ সময় মুন্সীগঞ্জ শহরে একজন ছুটে চলছে হতদরিদ্র খাবার যোগান দিতে। মুন্সীগঞ্জ শহর যুবলীগ সভাপতি মালেকুন মাকসুদ বিপুল।
কখনো খাবার নিয়ে বাড়ি বাড়ি, আবার কাউকে ডেকে এনে পরিবারের সবার জন্য খাবারের ব্যাগ হাতে ধরিয়ে দেয়া। এ বিপুলের করোনা মহামারির প্রতিদিনের চিত্র।
আজ শনিবার জেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে তার সামাজিক সংগঠনের ‘বর্ণছাতা’ উদ্যোগে মুন্সীগঞ্জ শহরের বেশ কিছু পথ শিশুদের নগদ অর্থ ও মুরগি উপহার দেন। এ সময় পথশিশুরা পরিবারের জন্য অর্থ ও খাদ্য পেয়ে আনন্দ প্রকাশ করেন।
এসময়ে উপস্থিত ছিলেন, মুন্সীগঞ্জ শহর আওয়ামীলীগ এর ক্রিড়া সম্পাদক ও ব্যবসাই আলমগীর সরদারসহ শহর যুবলীগের নেতৃবৃন্দ।