এম এম রহমান, ডেইলি মুন্সীগঞ্জঃ করোনা ভাইরাসের প্রার্দূভাব এড়াতে মুন্সীগঞ্জে উত্তর ইসলামপুর পাঠানবাড়ীর উদ্যোগে হতদরিদ্রদের মাঝে খাবার সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার বিকালে শহরের উত্তর ইসলামপুরের দিনমজুর হতদরিদ্র দুই শতাধিক পরিবারে মাঝে ৫ কেজি চাল ও আড়াই কেজি করে আটা বিতরণ করা হয়।
খাবার সামগ্রী গ্রহন কারীরা জানায়,করোনা ভাইরাস এর কারনে আমাদের কাজক্রম বন্ধ হয়েগেছে। পরিবার পরিজন নিয়ে খাবার সংকটে পরে গিয়েছিলাম এমন অবস্থায় পাঠান বাড়ীর লোকজন আমাদের খাবার দিয়ে সহয়তা করেছে এতে আমরা অনেক খুসি। তাদের মত সমাজের বিত্তশালিরা এগিয়ে আসলে আমাদের কষ্ট কিছুটা হলেও লাগব হতো।
খাবার সসামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন সফিকুল ইসলাম পাঠান, মঞ্জু পাঠান,সিরাজ পাঠান,মহাসিন পাঠান, শাহিন পাঠান,,লিটন পাঠান, জজমিয়া পাঠান, ও সাদ্দাম পাঠানসহ আরো অনেকে
পাঠান বাড়ীর মহাসিন পাঠান বলেন,আমরা আমাদের স্বাদ্ধ অনুযায়ী দুই শতাধিক পরিবারে মাঝে চাল এবং আটা দিয়েছি। পর্যায় ক্রমে আমাদের সহায়তা কর্যক্রম অবহ্যত থাকবে। তবে সমাজের সবাই ক্ষুদ্র ক্ষুদ্র ভাবে দরিদ্রদের পাশে দাড়ালে সামাজের উপকার হতো দরিদ্র মানুষ গুলো আর রাস্তায় বের হতো না।