4
মুন্সীগঞ্জে করোনার প্রভাবে কর্মহীন বাস চালক শ্রমিকদের মাঝে খাদ্য উপহার দিয়েছে আল-মুসলিম গ্রুপ। আল মুসলিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শেখ মো: আব্দুল্লাহর অর্থায়নে সোমবার দুপুরে জেলার সিরাজদিখান উপজেলার গোয়ালবাড়ী এলাকায় শতাধিক যাত্রীবাহী বাস শ্রমিকদের মাঝে তুলে দেয়া হয় খাদ্য উপহার। যার মধ্যে চাল, ডাল, তেল, আলু, লবনসহ নিত্য পোয়োজনীয় খাদ্য সামগ্রী ছিলো। এর আগে সকালে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৬ শতাধিক কর্মহীন দরিদ্র ও মধ্যবিত্ত পরিবারে ঘরে ঘরে খাদ্য উপহার পৌছে দেন।
পাশাপাশি গত কয়েকদিনে তারা শ্রীনগর, সিরাজদিখান, রাজধানী ঢাকার সাভারসহ বিভিন্ন এলাকায় ১০,৭১৩ প্যাকেট খাদ্য সহায়তা এবং জেলার বিভিন্ন স্থানে জীবানুনাশক স্প্রে এবং পিপিইসহ সুরক্ষা সামগ্রী বিতরন করেন। আল মুসলিম গ্রুপের ত্রান বিতরন বিভাগের কর্মকর্তা অহিদুল ইসলাম এসব খাদ্য উপহার এবং সুরক্ষা সামগ্রী পৌছে দেন।