1
মুন্সীগঞ্জে যমুনা ব্যাংক ফাউন্ডেশন ও আলহাজ্ব নূর মোহাম্মদ ট্রাষ্ট এর উদ্যোগে ও অর্থায়নে দরিদ্র, আসহায় ও কর্মহীন নারী পুরুষের মাঝে বিনামূল্যে সেলাই মেশিন ও অটোরিক্সা বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ১১টায় সদর উপজেলার মিরকাদিম পৌরসভার গোয়ালঘূর্নি এলাকায় নিজ বাসভবনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় আলহাজ্ব নূর মোহাম্মদ ট্রাষ্ট প্রশিক্ষণ কেন্দ্র থেকে প্রশিক্ষণ প্রাপ্ত ৬০ জন নারী ও পুরুষের মাঝে ৩০ টি সেলাই মেশিন এবং ৩০ টি মিশুক ( অটোরিক্সা) বিতরণ করা হয়। এসময় আলহাজ্ব নূর মোহাম্মদ ট্রাষ্ট এর প্রতিষ্ঠাতা আলহাজ্ব নূর মোহাম্মদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদার, বিশেষ অতিথি পুলিশ সুপার আব্দুল মোমেন পিপিএম, সম্মানিত অতিথি ব্যবস্থাপনা পরিচালক ও সিইও যমুনা ব্যাংক মির্জা ইলিয়াস উদ্দিন আহম্মেদ, ডি এন ডি নূর মোহাম্মদ, এস ই ভিপি মোঃ শহিদুল্লাহ, এফ বি সিসি আই ডিরেক্টর কোহিনূর ইসলাম, কমান্ডার মিরকাদিম পৌর কমান্ড খন্দকার দেলোয়ার হোসেন মিলন ছাড়াও যমুনা ব্যাংকের বিভিন্ন উর্ধতন কর্মকর্তা ও এলাকায় সম্মানীয় ব্যক্তিবর্গ।