1
মুন্সীগঞ্জ সদরের বাংলাবাজার এলাকায় একটি বিষধর রাসেল ভাইপার সাপ আটক করা হয়েছে। খবর নিয়ে জানা গেছে, সদর উপজেলার সর্দারকান্দি গ্রামের জেলে আবুল হুসেন প্রতিবছর বর্ষা মৌসুমে বাড়ির পাশে পদ্মার শাখা নদীতে চাই দিয়ে মাছ ধরেন। তার ধারাবাহিকতায় গতকাল শুক্রবার রাতে নদীতে চাই পেতে রাখেন।
শনিবার ভোরে মাছ ধরার জন্য নদী থেকে চাই তুলতে গিয়ে চাইয়ের ভেতর বিষধর সাপটি আবিস্কার করেন।
সাপটি দেখে ভয় পেয়ে তিনি স্থানীয় এক প্রতিবেশীকে ডেকে আনেন। তারা দুজনে মিলে সাপসহ চাই বাড়িতে নিয়ে আসেন। বিশাক্ত দূর্লভ প্রজাতির সাপ আটকের খবরে সাপটিকে এক নজর দেখতে গ্রামের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এসে জেলে আবুল হুসেনের বাড়িতে ভিড় জমান।
স্থানীয় বাসিন্দা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের শিক্ষার্থী শাহিন সাপটিকে দেখে রাসেল ভাইপার হিসেবে সনাক্ত করেন। তবে সঠিক ভাবে চিহৃিত করার জন্য বন বিভাগের কর্মকর্তাদের সাথে তিনি যোগাযোগ করেছেন বলে জানিয়েছেন।