Logo
ব্রেকিং নিউজ :
Wellcome to our website...

মুন্সীগঞ্জে মাস্ক না পড়ায় যাত্রীকে জরিমানা

তুষার আহাম্মেদ
আপডেট সময় : Wednesday, November 18, 2020
মুন্সীগঞ্জে মাস্ক না পড়ায় যাত্রীকে জরিমানা

1

দ্বিতীয় ধাপে প্রানঘাতি করোনা মোকাবেলায় ব্যাপক প্রস্তুতি নিয়েছে জেলা প্রশাসন। এরই ধারাবাহিকতায় বুধবার দিনব্যাপী শহরের ব্যস্ততম সড়কে গাড়ী থামিয়ে অসচেতন যাত্রীদের জরিমান করে ভ্রাম্যমান আদালত। পাশাপাশি যাত্রী ও চালকদেরকে সচেতনতামূলক পরামর্শ এবং তাদের মাঝে বিনামূলে মাস্ক বিতরন করেন।

সচেতনাতামূলক অভিযানে ৬ জন যাত্রীকে সর্বনিম্ন ১০০শ এবং সর্বোচ্চ ৫ শত টাকা করে মোট ১৪শ টাকা জরিমানা করা হয়। অভিযান নেতৃত্ব দেন এক্সিকিউটিভ ম্যাসিস্ট্রেট মো: ইলিয়াস সিকদার। একই দিনে এক্সিকিউটিভ ম্যাসিস্ট্রেট রোমানা তানজিন এর নেতৃত্বেও আরও একটি ভ্রাম্যমান আদালতের টিম শহরের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেন।

এসময় ৫ জনযাত্রী সাধারনকে ৩,২০০ টাকা জরিমানা করেন। মুন্সীগঞ্জ সদর থানা পুলিশের দুটি টিম এই অভিযানে সার্বিক সহযোগিতা করেন। সচেতনতামূলক এই অভিযান , জরিমানা এবং মাস্ক বিতরনকে সাধুবাদ জানিয়েছে স্থানীয় সকলেই। অভিযান চলালানোর কারনে যাত্রীসাধারনের মাঝে ব্যাপক সচেতনাতা লক্ষ করা গেছে। #


এ জাতীয় আরো খবর
Theme Created By ThemesDealer.Com
0Shares
0Shares