8
মুন্সীগঞ্জে মিশুকের ধাক্কায় আব্দুল্লাহ (৮) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ শনিবার দুপুরে সাড়ে ১২ টায় সদর উপজেলার জোরপুকুর পাড় এলাকায় এই দূর্ঘটনা ঘটে। নিহত আব্দুল্লাহ জোরপুকুর পাড় এলাকার নিজাম হাওলাদারের ছেলে বলে জানিয়েছে পুলিশ।
প্রত্যক্ষদর্শিরা জানান, দুপুরে শিশুটি রাস্তা পারাপারের সময় মিশুকের সাথে ধাক্কা লেগে মাথায় আঘাত পায়। পরে স্থানীয়রা শিশুটিকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
এব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আনিচুর রহমান জানান,ঘাতক মিশুকটি আটক করা হয়েছে। নিহত শিশু আব্দুল্লাহর মরদেহ পরিবারে কাছে হস্তান্তরের প্রকৃয়া চলছে।