Logo
ব্রেকিং নিউজ :
Wellcome to our website...

মুন্সীগঞ্জে মুজিববর্ষে ভূমিহীন গৃহহীনদের গৃহনির্মাণের উদ্বোধন

নাজির হোসেন
আপডেট সময় : Thursday, November 19, 2020
মুজিববর্ষে ভূমিহীন গৃহহীনদের গৃহনির্মাণের উদ্বোধন

1

মুন্সীগঞ্জ সদরের বজ্রযোগিনী ইউনিয়নে মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীন গৃহহীনদের গৃহনির্মাণের উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে গৃহহীনদের ঘর নির্মানের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদার।

এ সময় আরো উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবায়েত হায়াৎ শিপলু, সদর সহকারী কমিশনার (ভূমি) শেখ মেজবাহ উল সাবেরিন, জেলা ত্রাণ কর্মকর্তা মো. আব্দুল কুদ্দুস বুলবুল ও বজ্রযোগিনী ইউনিয়নের চেয়ারম্যান মো. তোতা মিয়া মুন্সী।

এ বিষয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবায়েত হায়াৎ শিপলু দৈনিক জানান, জেলার ৬ টি উপজেলায় ৫৯৯ টি ঘর গৃহহীনদের মাঝে দেয়া হবে৷ এর মধ্যে সদর উপজেলায় ১৩৩ টি। প্রত্যেক ইউনিয়নেই গৃহহীনদের মাঝে ঘর দেয়া হবে।

এ দিকে সদর সহকারী কমিশনার (ভূমি) শেখ মেজবাহ উল সাবেরিন বলেন, বজ্রযোগিনী ইউনিয়নের বজ্রযোগিনী গ্রামে ১০ টি ঘর নির্মাণ শুরু হলো বৃহস্পতিবার। জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদার এ নির্মাণ কাজের উদ্বোধন করেন।


এ জাতীয় আরো খবর
Theme Created By ThemesDealer.Com
0Shares
0Shares