4
মুন্সীগঞ্জে জেলা পুলিশের উদ্যোগে ‘মুজিব শতবর্ষ ব্যাডমিন্টন টুনামেন্ট’ এর আয়োজন উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বেলা সাড়ে ১২টার দিকে মুন্সীগঞ্জ পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
এতে সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জের পুলিশ সুপার আব্দুল মোমেন। এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল খন্দকার আসফাকুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার অপরাধ আফজাল মাহফুজ, অতিরিক্ত পুলিশ সুপার আতিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার ট্রাফিক মো: রায়হান, মুন্সীগঞ্জ ডিবি পুলিশের ওসি মোজাম্মেল হক। উল্লেখ্য, আগামী বছর ২০২১ সালের জানুয়ারী মাসে এ ‘মুজিব শতবর্ষ ব্যাডমিন্টন টুনামেন্ট’এর উদ্বোধন করা হবে।