4
মুন্সীগঞ্জ জেলা পুলিশ “শৃঙ্খলা.নিরাপত্তা ও প্রগতি” এ শ্লোগানে মুজিব শতবর্ষ উপলক্ষে ব্যাডমিন্টন টুনার্মেন্টের আয়োজন করেছে। এ খেলা উপলক্ষে গ্রুপ পর্বের লটারি ও ফিক্সচার উদ্বোধন করা হয়েছে। আজ রোববার বিকেল ৪ টায় পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে লটারি ও ফিক্সচার উদ্বোধন করা হয়।
এ সভায় সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জ পুলিশ সুপার আব্দুল মোমেন পিপিএম। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মো. মাহফুজ আফজাল, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) নাজমুল রায়হান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) খন্দকার আশফাকুজ্জামান, ডিআই ওয়ান -মিজানুর রহমান, ডিবি ওসি মো.মোজাম্মেল হোসেন মামুন।
আরও উপস্থিত ছিলেন গোলাম ছারওয়ার ফারুক ও মো. লিটন প্রমূখ। জেলা ট্রাফিক ও সদর থানা ফাঁড়ি অফিস মাঠে খেলাটি হবে। খেলা প্রতিদিন বিকেল ৪ টায় অনুষ্ঠিত হবে। খেলা আগামী ৫ জানুয়ারী ২০২১ শুরু হবে।