5
মুন্সীগঞ্জ সদর উপজেলায় অগ্রগামী ক্লাবের উদ্যোগে সরদারপাড়া প্রিমিয়ার লীগ রৌপ্যকাপ চাইনিজ বার ফুটবল টুর্নামেন্টের জমকালো উদ্বোধন হয়েছে। সরদারপাড়ার মাঝি বাড়ি মাঠে শনিবার বিকালে এই টুর্নামেন্টের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ পৌর মেয়র হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লব।
পঞ্চসার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মো: গোলাম মোস্তফার সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মো: নাজমুল হাসান সোহেল, ব্যাংক কর্মকর্তা মুহাম্মদ সিরাজুল ইসলাম, ক্রীড়া সংগঠক মো: আসাদ হোসেন মিন্টু, মো: সোহেল রানা রানু, পঞ্চসার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এস এম বদরুজ্জামান বদর, পঞ্চসার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: আক্তার হোসেন, পঞ্চসার ইউপি সচিব মো: রুহুল আমিন সবুজ।
উদ্বোধনী খেলায় ৩-১ গোলে স্বপ্ননীড় ফুটবল একাডেমিকে ট্রাইব্রেকারে পরাজিত করে বিজয়ী হয়েছে ধ্রুবতারা ফুটবল টিম। এর আগে নির্ধারিত সময়ের খেলায় ২-২ গোলে সমতা থাকায় খেলা গড়ায় ট্রাইব্রেকারে।
এই টুর্নামেন্টে ৩০ টি দল অংশ নিবে। ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান ডিজাইন স্টুডিও টুর্নামেন্টের মিডিয়া পার্টনার হিসেবে স্পন্সর করছেন। দীর্ঘদিন পরে সরদার পাড়া মাঝি বাড়ির মাঠে এমন টুর্নামেন্টের আয়োজন করায় আনন্দের জোয়ার লেগেছে স্থানীয়দের মাঝে।