1
মুন্সীগঞ্জের চরাঞ্চলের পূর্বমাকাহাটি গ্রামে সন্ত্রাসী হামলা গুলি ককেটল বিস্ফোরণ বাড়ীঘর ভাংচুরের ঘটনা ঘটেছে। হামলা ১০ জন আহত হয়েছে। আহতদের স্থানীয় ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। শুক্রবার ভোর রাত ৫ টার দিকে সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের পূর্বমাকাহাটি গ্রামে এই হামলার ঘটনা ঘটে। হামলায় মিল্টন মল্লিক (৩৭). সোহাগ (২৫).সাকিব (১৯).ইমন (২০)সহ ১০ জন আহত হয়েছে।
স্থানীয়রা জানায়,পূর্বমাকাহাটি গ্রামের। একাধিক মামলার আসামী চিহৃত সন্ত্রাসী খায়রুদ্দিনের নেতৃত্বে তার সাঙ্গপাঙ্গ নিয়ে ভোর রাতে হঠাৎ করে হামলা চালিয়ে ব্যাপক ককটেল বিস্ফোরণ ও এলোপাথারি গুলি বর্ষণ করে। তবে কেন কি কারনে এই হামলা চালিয়েছে তা জানা যায়নি।
এব্যাপারে সদর থানার এস আই ইব্রাহিম জানান,হামলার খবর পাওয়ার সাথে সাথে ঘটনা স্থলে পুলিস ফোর্স নিয়ে যাই। পরে সেখানে তাদের পাওয়া যায়নি। ঘটনার সাথে জড়িত দের আইনের আওতায় আনার চেষ্টা চলছে। তবে এখন পর্যন্ত কোন কেউ লিখিত অভিযোগ দায়ের করেনি।