8
ডেস্ক রির্পোট, ডেইলি মুন্সীগঞ্জঃ মুন্সীগঞ্জে করোনা প্রাদুর্ভাব মোকাবেলায় সামাজিক দুরত্ব তৈরি করতে মাঠে নেমেছে বাংলাদেশ সেনাবাহিনী। সকাল থেকে সেনাবাহিনীর চৌকশ টিমটি সদর উপজেলার বিভিন্ন স্থানে সচেতনতায় কাজ করে যাচ্ছে। এতে নেতৃত্ব দিচ্ছেন জেলা নিবার্হী ম্যাজিষ্ট্রেট নাভিদ রেজওয়ানুল কবীর ও সেনাবাহিনীর ক্যাপটেন আল-আমিন।
মুন্সীগঞ্জ জেলার কিছু এলাকায় সামাজিক দুরুত্ব মানছিলোনা জনসাধারণ। তাই দুরুত্ব নিশ্চিত করতে মাঠে কাজ করে যাচ্ছে সেনা সদস্যরা।
স্থানীয় একাধিক ব্যক্তি জানায়, করোনা ভাইরাস প্রার্দূভাবের মধ্যে মানুষ অবাদে ঘুরাঘুরি করছে কেউ কারো কথা মানছেনা। সেনাবাহিনী মাঠে নামাতে সামাজিক দুরুত্ব দ্রুত তৈরি হবে বলে তারা মনে করেন।
নিবার্হী ম্যাজিষ্ট্রেট নাভিদ রেজওয়ানুল কবীর জানান,সামাজিক দুরুত্ব নিশ্চিত করতে সেনাবাহিনীর সহযোগীতা নিয়ে কাজ করে যাচ্ছি এবং করোনা ভাইরাস সংক্রমন এড়াতে যা যা করনিয়া জেলা প্রশাসনের পক্ষ থেকে সব কিছু করা হবে।