4
মুন্সীগঞ্জ জেলার বিএডিসি বীজ ও সার ডিলার এশোসিয়েশন এর পরিচিতি সভা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ অক্টোবর) বেলা ১১টার দিকে মুন্সীগঞ্জ সদর উপজেলার মানিকপুর কোন্দাল আলু গবেষনা কেন্দ্রে বিএডিসির মুন্সীগঞ্জ জেলার বীজ ও সার ডিলার এসোশিয়েশনের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
বীর মুক্তিযোদ্ধা মুন্সীগঞ্জ সদর উপজেলার পরিযদের চেয়ারম্যান আনিসুজ্জামান আনিছ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
জেলা বিএডিসির বীজ ও সার ডিলারের সভাপতির মো: আহসানুল্লাহ দিদারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন যুগ্ন পরিচালক(বীজ বিপনন) বিএডিসি ঢাকা বিভাগ কৃষিবীদ মো: রুহুল আমিন,উপ পরিচালক (বীজ বিপনন) কৃষিবীদ মো: রুহুল কবির অনুষ্ঠান সঞ্চালনা করেন মুন্সীগঞ্জ জেলা বিএডিসি বীজ ও সার ডিলারের সাধারন সম্পাদক মো: জাকির হোসেন। পরে সংগঠনের নেতাদের সাথে মত বিনিমত সভা অনুষ্ঠিত হয়।