8
মুন্সীগঞ্জে বাড়ির সেফটিক ট্যাঙ্ক পরিষ্কার করতে গিয়ে মোঃ গফুর (২৮) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (১২ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে মুন্সীগঞ্জ সদর উপজেলার চর সন্তষপুর এলাকায় করিম সরদারের বাড়িতে এ দূর্ঘটনা ঘটে।
নিহত গফুর নারায়ণগঞ্জের চর সৈয়দপুর এলাকার শিকিম আলীর পুত্র। এ ঘটনায় আরেক শ্রমিক মোঃ বসিরকে (৫১) গুরুত্বর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজে প্রেরণ করা হয়েছে।
মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের কতর্ব্যরত চিকিৎক ডা. প্রনয় মান্না দাস জানান, মোঃ গফুরকে মৃত্য অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। অপর শ্রমিককে ঢাকা মেডিকেলে প্রেরণ করা হয়েছ। প্রথমিক ভাবে ধারণা করা হচ্ছে ট্যাঙ্কের ভিতরে থাকা বিষাক্ত গ্যাসের কারণে শ্রমিকের মৃত্যু হয়েছে তবে ময়না তদন্তে পর বুঝা যাবে মৃত্যর আসল ঘটনা।