4
মুন্সীগঞ্জে সদরের রামপাল ইউনিয়নের উত্তর পানাম কোন্ডের মাঠ এলাকায় হিন্দু পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন সমসক সেবক পারভেজ বেপারি।
গতকাল বৃহস্পতিবার দুপুর দুই টায় উত্তর পানাম কোন্ডের মাঠ এলাকায় খাদ্য সামগ্রী বিতরণ করেন পারভেজ বেপারি। খাদ্য সামগ্রীর মধ্যে ছিলো,চাল, ডাল, আলু, পিয়াজ, লবণ, সাবান, ও মুরগী।
খাদ্য সামগ্রী বিতরণ কালে আরো উপস্থীত ছিলেন, সাবেক ছাএলীগ নেতা জালল উদ্দিন জনি, যুবলীগ নেতা শামীম বেপারি, হাজী গিয়াস উদ্দিন দেওয়ান ও কালাম দেওয়ান।