5
সরকার নির্ধারিত মূল্যে আলু বিক্রি নিয়ে মুন্সীগঞ্জ জেলার হিমাগার মালিকদের সাথে মতবিনিময় সভা হয়েছে। গতকাল শনিবার সকালে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে সভাটি হয়। পুলিশ সুপার (এসপি) আব্দুল মোমেন পিপিএম এর সভাপতিত্বে এই সভা হয়। এতে বাংলাদেশ হিমাগার মালিক সমিতির সভাপতি মোশারফ হেসেন পুস্তিসহ জেলার হিমাগার মালিকগণ এতে অংশ নেন। এই সময় জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তগণও উপস্থিত ছিলেন।
সভায় খাবার আলু এবং বীজ আলু মজুদ পরিস্থিতি এবং এবং বাজারের আলুর চাহিদা এবং নতুন আলু বাজারে আসা নিয়েও আলোচনা হয়।
সাধারণ ক্রেতা ও ভোক্তাদের কথা বিবেচনা করে হিমাগার মালিক, আড়ৎদার ও খুচরা ব্যবসায়ীদেরকে আলুর বাজার স্থিতিশীল রাখতে এবং বর্তমান বাস্তবতা বিবেচনা করে নৈতিকতা বজায় রাখার আহ্বান জানান পুলিশ সুপার। পুলিশ সুপার সরকার নির্ধারিত মূল্যে হিমাগারে ২৭ টাকা, পাইকারি ৩০ টাকা এবং খুচরা ৩৫ টাকায় আলু বিক্রির ব্যাপারে সংশ্লিষ্ট সকলকে সঠিক দায়িত্ব পালনের বিষয়ে গুরুত্বারোপ করেন। জেলার সচল ৬৫টি হিমাগারে এখনও বীজ আলুর পাশাপাশি পর্যাপ্ত খাবার আলু মুজুদ রয়েছে বলে কৃষি বিভাগ জানায়।
হিমাগার মালিক সমিতির সভাপতি সভায় একমত পোষণ করে সরকার নির্ধারিত দামে আলু বিক্রির জন্য সকলের প্রতি আহ্বান জানান।