5
মুন্সীগঞ্জ সদরে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ১ মাদক কারবারি কে গ্রেফতার করেছে । এ বিষয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, নিয়মিত মাদক উদ্ধার অভিযান চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে রবিবার বিকেল ৫ টার দিকে সদরের ভট্টাচার্যের বাগ এলাকায় অভিযান চালিয়ে মােঃ স্বপন শেখ (৪০) নামের এক মাদক কারবারি কে ১০ পিস ইয়াবাসহ আটক করা হয়।
সে সদরের ভট্টাচার্যের বাগ এলাকার মৃতঃ- নুর হােসেন শেখের ছেলে। অভিযানের নেতৃত্ব দেয় জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক এস এম সাকিব। তিনি জানান, জেলায় মাদক উদ্ধার অভিযান নিয়মিত পরিচালনা করা হচ্ছে। সমাজ থেকে মাদক উচ্ছেদ করতে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। মাদক নির্মূলে আমাদের অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মুন্সীগঞ্জ সদর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েTছে বলে জানায় জেলা মাদক দ্রব্যg নিয়ন্ত্রণ অধিদপ্তর।