5
করোনা ভাইরাস সংক্রমণের সময় সরকার ঘোষিত গরীবের মাঝে ১০ টাকা দরের চাল বিক্রিতে অনিয়মের খবর পাওয়া গেছে।
জানা গেছে, মুন্সীগঞ্জ পৌরসভার ৫ নং ওয়ার্ডে সরকারি (ওএমএস) এর চাল ৪০০ টাকা বস্তা বিক্রির অভিযোগ উঠেছে ডিলার মিন্টু মিয়ার বিরুদ্ধে।
গরীব ও দুস্থদের মাঝে কেজি হিসেবে এ চাল বিক্রি না করে বস্তা হিসেবে বেশি দামে বিক্রি করছেন মিন্টু মিয়া।
সরেজমিনে রোববার (১২ এপ্রিল) মুন্সিগঞ্জ পৌরসভার রনছ পারুলপাড়া এলাকায় গেলে দেখা যায় এসব চিত্র।
চাল কিনতে আসা অনেকেই অভিযোগ করেন, আমরা ঐ দিন আসছি চাল পাইনি আজও পাবো কিনা জানিনা?
অভিযোগকারীরা আরো জানান, বৃহস্পতিবার আমাদের চাল না দিয়ে এলাকার ইদ্রিস আলী, মিলন শেখ ও আরো একজনের কাছে ৪০০ টাকা বস্তা চাউল বিক্রি করেছে ডিলার। রাতে ডিলারের সহযোগী এলাকার বাবু পালের ছেলে সুমন পাল (৩৮) গোডাউন থেকে বের করে দেয় চাল ।
এ বিষয় সুমন পাল বলেন, মিন্টু কাকার কথায় আমি ইদ্রিস আলী ও মিলন শেখ কে চাউল দিছি আর কিছু জানিনা।
ঐ এলাকার মোতালেব মোল্লার ছেলে আলমগীর হোসেন জানান, আমরা আজও চাল পাবো কিনা আপনারা দেখেন।
এসময় পুস্প বেগম, ফাতেমা, আক্তার হোসেন সহ ১৫/২০ জন এলাকা বাসী চাউল না পাওয়ার অভিযোগ করেন। ১০ থেকে ১২ বস্তা চাল রাতের আধারে তারা বিক্রি করেছে বলে এলাকাবাসী জানায়।
এ বিষয় ডিলার মিন্টু মিয়ার কাছে জানতে চাইলে, তিনি চাউল বিক্রির বিষয় অস্বীকার করেন।
মুন্সীগঞ্জ জেলা প্রশাসন মোঃ মনিরুজ্জামান তালুকদার জানান, ১০ টাকা মূল্যের চাউল যদি কেউ বেশি দামে বিক্রি করে থাকে। তাহলে আমরা কঠোর আইনানুগ ব্যবস্তা নিবো।