4
মুন্সীগঞ্জ জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদারের নির্দেশে মোবাইল কোর্ট বা ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে।
রবিবার সকাল থেকে দিনব্যপী জেলা সদরের বিভিন্ন স্থানে পর্যায়ক্রমে মোবাইল কোর্ট পরিচালিত হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নাভিদ রেজওয়ানুল কবীর, সৈয়দা ইয়াসমিন সুলতানা ও মাহমুদ আশিক কবীর।
মুন্সীগঞ্জ জেলা সদরের গুরুত্বপূর্ণ বাজার সমূহ, সুপারমার্কেট সহ অন্যান্য মার্কেট, মিরকাদিম পৌরসভার বিভিন্ন স্থান, প সার, মহাকালী, রামপাল, মোল্লাকান্দি, চরকেওয়ার ইউনিয়নের হাট-বাজারগুলোতে মোবাইল কোর্ট পরিচালিত হয়। সেনাবাহিনী ও পুলিশের সহায়তায় মোবাইল কোর্টের মাধ্যমে ১৭টি মামলায় ৩৭ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।
এছাড়া বৈশি^ক মহামারি কোভিড-১৯ বা করোনা ভাইরাস সংক্রমণ রোধে জেলাব্যপী গণসচেতনতা ও সতর্কতামূলক কার্যক্রম পরিচালিত হয়। সর্বোপরি সর্ব সাধারনকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান।