1
মুন্সীগঞ্জ জেলায় নতুন করে রবিবার আরও ৪৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে মুন্সীগঞ্জ সদর উপজেলায় ২৩, সিরাজদিখান উপজেলায় ৬ জন, গজারিয়া উপজেলায় ৭ জন, শ্রীনগর উপজেলায় ১১ জন এবং লোহজং উপজেলায় ২ জন। এই নিয়ে জেলায় শনাক্ত হয়েছে ১৬৬ জন। যার মধ্যে ৭ জন মারা গেছেন।
সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ সংশোধনসহ জানান, ১ মে পাঠানো ৬৬ জনেরই রিপোর্ট এসেছে। এছাড়া ৩০ এপ্রিলের পেন্ডিং ১ জনের রিপোর্ট পাওয়া গেছে। এই ৬৭ জনের রিপোর্টে নতুন ৪৫ জনের পজেটিভ এবং পুরনো ৭ জনের মিলে ৫২ জনের পজেটিভ এসেছে। বাকী ১৫ জনের এসেছে নেগেটিভ। ‘নিপসম’ থেকে এই রিপোর্ট আসে।
এদিকে বিকালে আইইডিসিআর থেকে ২৮ এপ্রিলের পাঠানো নমুনার মধ্য থেকে ১১ জনের রিপোর্ট পাওয়া যায়। যার মধ্যে মুন্সীগঞ্জ সদর উপজেলায় আরও ৩ জনের পজেটিভ এসেছে। বাকী ৮ জনের নেগেটিভ এসছে। এছাড়া ‘নিপসম’ থেকে ২ মে ১১টি রিপোর্ট এসছে। এই রিপোর্টে ১ জনের করোনা শনাক্ত হয়েছে এবং ১০ জনের নেগেটিভ এসেছে।
পরবর্তী ২২ জনের রিপোর্টে চার জনের পজেটিভ এসেছে। এই চার জনই মুন্সীগঞ্জ সদর উপজেলা। এদের একজন সিভিল সার্জন অফিসের নারী অফিস সহকারী (৩২) এবং একজন মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের অ্যাম্বুলেন্স চালক (৫২)। মুন্সীগঞ্জ শহরের মানিকপুরের ইতালী ফেরত (৪০) ও হাতিমারার জোড়ার দেউল গ্রামের পুরুষ (৬০)।
-সভ্যতার আলো