1
মুন্সীগঞ্জে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫০ বোতল ভারতীয় ফেন্সিডিল ও ১ শত গ্রাম গাজা সহ মোহাম্মদ কাউসার (২৮), মোঃ শাওন মিলকি (২২) নামে ২ মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। বুধবার তাদের মুন্সীগঞ্জ আদালতে হাজির করলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট ১নং আমলী আদালতের বিচারক ইমদাদুল হক কাউসারকে জেল হাজতে প্রেরনের নির্দেশ দেন অপর দিকে মুন্সীগঞ্জ আমলী আদালত ৪ এর বিচারক জশিতা ইসলাম মাদক ব্যবসায়ী শাওনকে জেল হাজতে প্রেরনের নির্দেশ দেন।
গ্রেফতারকৃত কাউসার কুমিল্লার ব্রাক্ষনপাড়া উপজেলার দক্ষিন তেতাভুমি নওপাড়া এলাকার মৃত ফরিদ মিয়ার ছেলে ও অপর শাওন সদর উপজেলার সুকবাসপুর তিনসিড়ি এলাকার শামিম মিল্কির ছেলে।
জানা গেছে মঙ্গলবার (২২ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে ডিবি পুলিশের বিশেষ অভিযান পরিচালনা কালে সদর উপজেলার হাটলক্ষিগঞ্জ বেরিবাধ এলাকায় মাদক বিক্রির সময় গোপন সংবাদের ভিত্তিতে ৫০ বোতল ভারতীয় ফেন্সিডিল সহ কাউসারকে আটক করা হয়। এর আগে একই তারিখে সন্ধা সাড়ে ৭টার দিকে টঙ্গীবাড়ী উপজেলার পাইকপাড়া এলাকা থেকে গাজা বিক্রির সময় ১শত গ্রাম গাজা সহ শাওন মিল্কিকে গ্রেফতার করা হয়।
এ ব্যাপারে মুন্সীগঞ্জের গোয়েন্দা শাখার ডিবি পুলিশের ইনচার্জ মোজাম্মেল হক মামুন জানান গ্রেফতারকৃত কাউসারের বিরুদ্ধে সদর থানায় ও শাওনের বিরুদ্ধে টঙ্গীবাড়ী থানায় পৃথক মামলা রুজু করে মুন্সীগঞ্জ আদালতে প্রেরন করা হয়েছে।