1
মুন্সীগঞ্জে লাগাতার বেড়েই চলছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। সাত দিনের ব্যবধানে জেলায় আক্রান্তের সংখ্যা বেড়েছে ১০০ জন। বুধবার জেলায় নতুন করে ১২ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাড়ালো ৩০৪ জনে। এর আগে গত ৬ মে করোনা শনাক্ত হওয়া রোগীর সংখ্যা ছিল ২০৪জন।
এদিকে জেলায় করোনা আক্রান্ত হয়ে বুধবার পর্যন্ত মারা গেছে ১১ জন। তবে আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত ৩০ জন সুস্থ হয়েছেন। জেলা সিভিল সার্জন ডাক্তার আবুল কালাম আজাদ ঢাকাটাইমসকে এসব বিষয় নিশ্চিত করেছেন।
সিভিল সার্জন জানান, বুধবার ১১৭টি নমুনা পরীক্ষার ফলাফল পাওয়া গেছে। প্রাপ্ত ফলাফলে নতুন করে শ্রীনগর উপজেলায় তিনজন, টঙ্গীবাড়ী দুজন, গজারিয়া তিনজন ও লৌহজংয়ের চারজনের করোনা শনাক্ত হয়েছে। এদিন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন নয়জন।
এদিকে সিভিল সার্জন অফিস সূত্রে জানায়, মুন্সীগঞ্জ জেলা এ পর্যন্ত মোট ১৮শ ১৯ জনের অধিক নমুনা পরীক্ষার জন্য নিপসমে পাঠানো হয়েছে। এর মধ্যে ফলাফল পাওয়া গেছে ১৫৫১ জনের। বাকি রয়েছে ৩৭৫ জনের ফলাফল। বাকি রয়েছে ২৬৮জনের ফলাফল।