8
মুন্সীগঞ্জে ৪৮ ক্যান বিয়ারসহ সাদ্দাম হোসেন নামের ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করছে ডিবি পুলিশ।
আজ বুধবার ভোর সাড়ে ৪ টার দিকে মুন্সিগঞ্জ সদর উপজেলার মুক্তারপুর ব্রিজের ঢাল থেকে ৪৮ ক্যান বিয়ারসহ তাকে গ্রেফতার করা হয়।
সে সাতক্ষীরা সদর উপজেলার রেউই মির্জানগর গ্রামের মোঃ আব্দুল মাজেদ এর ছেলে। বর্তমানে নারায়নগঞ্জ জেলার চর সৈয়দপুর এলাকায় বসবাস করে। বিষয়টি নিশ্চিত করেন ডিবি ওসি মোজাম্মেল হোসেন।
তিনি জানান, এই করোনা মহামারির মধ্যে যারা অবৈধ কাজের সাথে জড়িত আমরা কাউকেই ছাড় দিচ্ছিনা। তাদের গ্রেফতারের জন্য সর্বদা তৎপর রয়েছি। এরই ধারাবাহিকতায় আজ ভোরে বিশেষ অভিযান পরিচালনা করে সাদ্দাম হোসেনকে মুক্তারপুর ব্রিজের ঢাল থেকে ৪৮ ক্যান বিয়ার সহ গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মুন্সিগঞ্জ থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।