5
মুন্সীগঞ্জে ৬ শত পিচ ইয়াবা ট্যাবলেটসহ ১ জনকে গ্রেফতার করেছে মুন্সীগঞ্জ সদর থানা পুলিশ। মুন্সীগঞ্জ সদর উপজেলার মুন্সীরহাটের বাইদা বাড়ি মোড়ে দুলালের দোকানের সামনে থেকে মো: শরিফ (২১) নামের ব্যক্তির কাছে তল্লাশি করে ৬ শত পিচ ইয়াবা ট্যবলেট উদ্ধার করেছে মুন্সীগঞ্জ সদর থানা পুলিশ।
মুন্সীগঞ্জ সদর থানার এস আই মোতাব্বির জানান, গত ২৯ তারিখে গোপন সংবাদের ভিক্তিতে মুন্সীগঞ্জ সদর উপজেলার মুন্সীরহাট সংলগ্ন বাইদা বাড়ি এলাকার দুলালের দোকানের সামনে সড়কে শরিফকে তল্লাশি করে তার কাছে ৬শত পিচ ইয়াবা ট্যাবলেট পাই।
পরে রোববার (৩০ আগস্ট) দুপুরে মুন্সীগঞ্জ সদর থানায় সংবাদ সম্মেলন করেন মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আনিচুর রহমান আরো উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ সদর থানার ওসি (অপারেশন) মো: সালাউদ্দিন গাজী। সে মুন্সীগঞ্জ সদর উপজেলার টরকী গ্রামের মো: আলী বেপারির ছেলে। তার বিরুদ্ধে মুন্সীগঞ্জ সদর থানায় একটি মাদকদব্র আইনে মামলা দায়ের করা হয়েছে।