4
মুন্সীগঞ্জ জেলা পুলিশের বিশেষ কল্যান সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।পুলিশ সদস্যদের সত্যতার সহিত কাজ করার অহবান জানিয়ে ও মানুষের সেবায় পুলিশের মানবতার দরজা সব সময় খোলা দাবী করে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান বিপিএম(বার).বিপিএম(বার)।
রবিবার সকাল ১১ টায় জেলা পুলিশ লাইন্সের অডিটরিয়ামে এই কল্যান সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এর আগে জেলা পুলিশ লাইন্সে শতাধিক ফলজ,বনজ ও ঔষধী গাছের চারা রোপণ করেন তিনি।
এ সময় জেলা পুলিশ সুপার আব্দুল মোমেন পিপিএম এর সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মাহফুজ আফজাল,অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল খন্দকার আশফাকুজ্জামান,সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আনিচুর রহমান সহ আরো অনেকে।