5
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণে ষড়যন্ত্র, বিরোধিতা ও কটূক্তির প্রতিবাদে বিভিন্ন স্থানে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। বাংলাদেশ মহিলা আওয়ামীলীগ মুন্সীগঞ্জ জেলা শাখার আয়োজনে মানববন্ধন হয়েছে। আজ ৭ ডিসেম্বর সোমবার বিকাল সাড়ে ৩ টার দিকে মুন্সীগঞ্জ কেন্দ্রীয় শহিদ মিনার চত্বরে এ মানববন্ধন হয়।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণের বিরোধীতার নামে বিএনপি -জামাতের মদদপুষ্ট উগ্র মৌলবাদ, ধর্মান্ধ ও সাম্প্রদায়িক গোষ্ঠী কর্তৃক জনমনে বিভ্রান্তি ছড়ানোর প্রতিবাদে।
এ সময়ে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সোহানা তাহমিনা, জেলা মহিলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি জহুরা বেগম জোসনা, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামসুন্নাহার শিল্পী ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক আলেয়া ফেরদৌসী সহ জেলা মহিলা আওয়ামীলীগের নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
মানববন্ধনে একাত্মতা পোষণ করেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর ও জেলা মহিলা পরিষদ।