5
মুন্সীগঞ্জ জেলা সুন্নী ইমাম-ওলামা পরিষদ জেলা কার্য নিবার্হী পরিষদের কাউন্সিল ২০২০ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে শহরের মুক্তিযোদ্ধা সংসদ ভবনে ২য় তলায় এ কাউন্সিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লব।
মুন্সীগঞ্জ জেলা সুন্নী ইমাম-ওলামা পরিষদ সভাপতি মাও: মো: জামাল উদ্দিন আল কাদেরীর সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আহলে সুন্নত ওয়াল জামাতের সাবেক সভাপতি মাও: মুনসুর আহমেদ মুজাদ্দিদি, জেলা আহলে সুন্নত ওয়াল জামাতের সভাপতি মো. সিরাজুল ইসলাম মুজাদ্দিদি, বিশিষ্ট ব্যবসায়ী মো. আফজাল হোসেন মিয়াজী, মো. খায়রুল ইসলাম শেখ, জেলা আহলে সুন্নাত ওয়াল জামাত নিবার্হী সভাপতি মো. আওলাদ হোসেন মুজাদ্দিদি, মো. আরিফুজ্জামান দিদার হোসেন, মো. আব্দুল মতিন সরদার, অ্যাডভোকেট মো. মুজিবুর রহমান শেখ, মো. ইউনুস ভুঁঞা আত্তারী, মো. তাজুল ইসলাম শেখ প্রমূখ।
১৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির আহ্বায়ক মাও. মো: মুইনউদ্দীন আল কাদেরী ও সদস্য সচিব মাও: মো: মোয়াজ্জেম হোসেন হানাফীর নেতৃত্বে মুন্সীগঞ্জ জেলা সুন্নী ইমাম-ওলামা পরিষদের ১১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। এতে সভাপতি হন হাফেজ মাও: মো: জামাল উদ্দিন আল কাদেরী সাধারণ সম্পাদক মাও: মো: মুঈনউদ্দীন আল কাদেরী, সাংগঠনিক সম্পাদক মাও: মোয়াজ্জেম হোসেন হানাফী।