5
বর্তমান সরকারের আসলে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে ব্যাপক দৃশ্যমান উন্নয়নমূলক কাজ হয়েছে। ওয়ার্ডগুলোতে বইছে দিন বদলের হাওয়া। উন্নয়নের কারনে শহরের ওয়ার্ডগুলো যেন এক একটি আধুনিক শহরে পরিনত হয়েছে। শুধু তাই নয় বিভিন্ন প্রকল্প বাস্তবায়সের ফলে ঐসব এলাকার রাস্তাঘাট পরিবর্তন হয়েছে। এলাকার ছেলেমেয়েদের স্কুলে যাতায়াতও হচ্ছে শতভাগ। পরিবর্তনের ছোঁয়ায় বদলে গেছে সবকিছুই। পালাবদল ঘটেছে শহুরে অবকাঠামোতে,খাদ্যের প্রাপ্যতায়, জীবনযাত্রার মানে, তথ্য প্রযুক্তির ব্যবহার,যোগাযোগ ব্যবস্থায়, শিক্ষায় ও স্বাস্থ্যে। শহরের বিভিন্ন স্থানেই চোখে পড়ে সরকারের দৃশ্যমান এবং বাস্তমুখী সকল উন্নয়ন কর্মকান্ড। পৌরসভার ইদ্রাকপুর, হাটলক্ষীগঞ্জ এবং শ্রীপল্লী এলাকা নিয়ে গঠিত ৩ নং ওয়ার্ড। শহরের প্রানকেন্দ্রে অবস্থিত এই ওয়ার্ডটিতে সর্বক্ষেত্রে ব্যাপক দৃশ্যমান উন্নয়ন হয়েছে। এ যেন এক আধুনিক এবং আবাসিক শহর জীবনের দৃষ্টান্ত উদাহরন।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তথ্য অনুয়ায়ী, মুন্সীগঞ্জ পৌরসভার বাস্তমুখী উন্নয়নের ছোঁয়া পৌছে গেছে সবখানে। ইউ জি আই আই পি (!!!) প্রকল্পের মাধ্যমে শহরের ৩ নং ওয়ার্ডের প্রতিটা মহল্লায় কোটি কোটি টাকার উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন করা হয়েছে। ওয়ার্ডটির বিভিন্ন পাড়া মহল্লায় ব্যাপক উন্নয়ন চোখে পড়ারমত। পাশাপাশি উন্নয়নের সুফলও ভোগ করছেন ওয়ার্ডে বসবাসরত হাজারো জনগোষ্টি। মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নং ওয়াডের্র যেসব দৃশ্যমান উন্নয়ন।
১. বিশুদ্ধ পনির জন্য পাম্প স্থাপন।
২. সুইপার কলোনির মোড়ে আর সি.সি রাস্তা ও আর সি.সি ড্রেন নির্মাণ।
৩.শ্রীপল্লী হাবিবুর রেহমানের বাড়ী হতে কৃষি অফিস গেট পর্যন্ত আর সি.সি ড্রেন নির্মাণ।
৪.সুইপার কলোনিতে পানির পাম্প স্থাপনসহ সুইপার কলোনি সংস্কার।
৫.ইদ্রাকপুর এলাকায় সিকদার সাহেবের বাড়ী হতে আ: কাদিরের বাড়ী হয়ে মুক্তারপুর রাস্তা পর্যন্ত আর সি.সি রাস্তা, ব্রিক ড্রেন এই পাইপ পূন:স্থাপন কাজ।
৬.ইদ্রাকপুর পুলিশ লাইন সংলগ্ন ফুটপাত নির্মাণ কাজ।
৭.বিএনপির পার্টি অফিস সংলগ্ন পৌর মার্কেট দোতলা করন।
৮. হাটলক্ষীগঞ্জ মাদ্রাসার নিকট মো: শফি সাহেবের বাড়ী হতে মুন্সীবাড়ী পর্যন্ত পাইপ ড্রেনসহ রাস্তা আর সি.সি করন।
৯. হাটলক্ষীগঞ্জ নার্গিস কাউন্সিলরের এর বাড়ীর রোডে মতি মিয়ার বাড়ী হতে মনির সাহেবের বাড়ী হয়ে মহিউদ্দিনের বাড়ী পর্যন্ত রাস্তা আর সি.সি করন।
১০.ইদ্রাকপুর ২ নং প্রাথমিক বিদ্যালয়ের পিছনের রাস্তা ও ফকির মাহমুদের বাড়ী পর্যন্ত রাস্তা সি.সি করন।
১১. ইদ্রাকপুর পিন্টু উকিলের বাড়ীর রাস্তা পাকা করন।
১২.হাটলক্ষীগঞ্জ মাদ্রাসা হতে দক্ষিন দিকে নদীর পর্যন্ত পাইপ ড্রেন নির্মাণ কাজ।
স্থানীয়রা জানান, আধুনিকতার ছোঁয়া লেগেছে পুরো ৩ নং ওয়ার্ডে । এই ওয়ার্ডে বসবাসকারী হাজার হাজার জনগোস্টি দৃশ্যমান এসব উন্নয়নের সুফল পাচ্ছে বলে জানিয়েছে তারা।