5
বর্তমান সরকারের আসলে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে ব্যাপক দৃশ্যমান উন্নয়নমূলক কাজ হয়েছে। ওয়ার্ডগুলোতে বইছে দিন বদলের হাওয়া। উন্নয়নের কারনে শহরের ওয়ার্ডগুলো যেন এক একটি আধুনিক শহরে পরিনত হয়েছে। শুধু তাই নয় বিভিন্ন প্রকল্প বাস্তবায়সের ফলে ঐসব এলাকার রাস্তাঘাট পরিবর্তন হয়েছে। এলাকার ছেলেমেয়েদের স্কুলে যাতায়াতও হচ্ছে শতভাগ। পরিবর্তনের ছোঁয়ায় বদলে গেছে সবকিছুই। পালাবদল ঘটেছে শহুরে অবকাঠামোতে,খাদ্যের প্রাপ্যতায়, জীবনযাত্রার মানে, তথ্য প্রযুক্তির ব্যবহার,যোগাযোগ ব্যবস্থায়, শিক্ষায় ও স্বাস্থ্যে। শহরের বিভিন্ন স্থানেই চোখে পড়ে সরকারের দৃশ্যমান এবং বাস্তমুখী সকল উন্নয়ন কর্মকান্ড। পৌরসভার গনকপাড়া, বৈখর, পশ্চিম দেওভোগ এলাকা নিয়ে গঠিত ৫ নং ওয়ার্ড। প্রতিটা এলাকার সাথে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হয়েছে। আধুনিক শহর জীবনের সকল সুবিধা পাচ্ছে এই ওয়ার্ডের সকল জনগোষ্টি।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তথ্য অনুয়ায়ী, মুন্সীগঞ্জ পৌরসভার বাস্তমুখী উন্নয়নের ছোঁয়া পৌছে গেছে সবখানে। ইউ জি আই আই পি (!!!) প্রকল্পের মাধ্যমে ৫নং ওয়ার্ডের প্রতিটা মহল্লায় কোটি কোটি টাকার উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন করা হয়েছে। দীর্ঘদিন পিছিয়ে থাকা জনগোষ্টি আজ চারদিকে দেখছে ব্যাপক উন্নয়ন। পাশাপাশি উন্নয়নের সুফলও ভোগ করছেন ওয়ার্ডে বসবাসরত হাজারো জনগোষ্টি। মুন্সীগঞ্জ পৌরসভার ৫ নং ওয়াডের্র যেসব দৃশ্যমান উন্নয়ন ।
১. গনকপাড়া মোড় হইতে পূর্ব দেওভোগ বটতলা হয়ে দেওভোগ মোড় পর্যন্ত আর সিসি রাস্তা নির্মাণ এবং দেওভোগ বটতলা হইতে বিলের কানী মাদ্রাসা পর্যন্ত ১ কোটি ১৫ লক্ষ ৫২ হাজার ৮শত ৭০ টাকা ব্যয়ে আর সিসি রাস্তা নির্মান করা হয়।
২. গনকপাড়া মোড় হইতে দেওভোগ বটতলা হয়ে দেরভোগ বাজার পর্যন্ত আর সিসি ড্রেন নির্মাণ এবং গনকপাড়া মোড় হইতে পশ্চিম দিকে মিলন ক্লাব হইয়া পৌরসভার শেষ সীমানার খাল পর্যন্ত আর সিসি ড্রেন নির্মাণ। এতে ব্যয় করা হয়েছে ২ কোটি ৬৬ লক্ষ ৮ হাজার ৮শত ১৭ টাকা।
৩. গনকপাড়া কাজী বাড়ী কবরস্থান এর নিকট খাল হইতে কোর্টগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয় ও মোজাম্মেল হক এর বাড়ী হইয়া এলান মিয়ার বাড়ী পর্যন্ত আর সিসি ড্রেনসহ রাস্তা নির্মাণ। এতে ব্যয় করা হয়েছে। ১ কোটি ৬৯ লক্ষ ৭২ হাজার ২শত ২৫ টাকা।
৪.গনকপাড়া মিলন ক্লাব মোড় হইতে গনকপাড়া খাল পর্যন্ত পিভিসি পাইপ ড্রেন নির্মাণ।
৫. গনকপাড়া আবু তাহেরের বাড়ী হইতে হামিদ মাদবরের বাড়ী পর্যন্ত পিভিসি পাইপ ড্রেন নির্মাণ।
৬. দেওভোগ প্রধান রাস্তা খালেক ভূইয়ার বাড়ী হইতে উত্তর দিকে বাচ্চু তালুকদারের বাড়ী পর্যন্ত মাটি দ্বারা রাস্তার উন্নয়ন।
৭. গনকপাড়া কবরস্থানের বাউন্ডারী দেয়াল, গ্রীল স্থাপন ও গেট নির্মাণ কাজ।
৮.গনকপাড়া রাস্তা হতে মনিরের বাড়ী পর্যন্ত রাস্তায় পিভিসি পাইপ ও পিট স্থাপন কাজ। পশ্চিম দেওভোগ পাকা রাস্তার মাথা হতে জসিমের বাড়ী পর্যন্ত রাস্তা সিসি দ্বারা উন্নয়ন।