5
আসন্ন মুন্সীগঞ্জ পৌরসভা নির্বাচন উপলক্ষে গতকাল বিকালে ৯ নং ওয়ার্ডের সর্বস্তরের জনগনের আয়োজনে মত বিনিময় সভা হয়েছে। রমজান বেগ ঈদগাহ মাঠে,আমির হোসেন মোল্লার সভাপতিত্বে, শুভেচ্ছা বক্তব্যে সাবেক ভিপি নজরুল ইসলাম, মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলে পৌরসভার মেয়র হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লব মেয়র মুন্সীগঞ্জ পৌরসভা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাজমুল হাসান সোহেল ভাইস চেয়ারম্যান সদর উপজেলা, সাইদুর রহমান ভূইয়া সাধারন সম্পাদক শহর আওয়ামীলীগ, আক্তারুজ্জামান জীবন চেয়ারম্যান চরকেওয়ার ইউনিয়ন, ফয়সাল মৃধা সভাপতি জেলা ছাএ লীগ,আওলাদ হোসেন সভাপতি ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগ, মোহন দিদার সাধারন সম্পাদক ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগ, আশরাফ হোসেন কাউন্সিল প্রার্থী ৯ নং ওয়ার্ড,রুমা আক্তার কাউন্সিলর প্রার্থী ৭,৮,৯,সাজ্জাত হোসেন সাগর সাধারন সম্পাদক শহর ছাএ লীগ, নূর হোসেন, কেরামত আলী ছিদ্দিক মাদবর, হাকিম মাদবর, সিরাজ মাদবর,কামাল মাদবর,আলমগীর হোসেন বাহাদুর,টিটু সরকার,মান্ডলি কাজী, আলাউদ্দিন,গাজী আশরাফুল আলম লিটন, শওকত হোসেন ভান্ডারী, ওসমান গনি,আতাউর রহমান ভূইয়া,সোহরাব শেখ,শিপলু সরকার,এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
মত বিনিময় সভায় বক্তরা বলেন, আমরা যাকে তাকে পৌরসভার চেয়ারে বসাতে চাই না। দৃশ্যমান উন্নয়নের রূপকার হাজ্বী মোহাম্মদ ফয়সাল বিপ্লবকেই তারা পূনরায় পৌর মেয়র হিসেবে পেতে চান। দীর্ঘদিন অন্ধকারে ছিলাম, এলাকায় রাস্তাঘাট নির্মাণ হয়েছে, ড্রেন নির্মান হয়েছে, রাতে রাস্তার লাইটের আলোতে মা বোনেরা রাস্তা দিয়ে চলতে পারছে। শহরজুড়ে দৃশ্যমান উন্নয়ন হয়েছে শতভাগ। কতো মেয়র আসছে এবং চলে গেছে।
কিন্তু বর্তমান মেয়র শহর জুড়ে আধুনিকতার ছোঁয়া লাগিয়েছে। পৌরসভার উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে ফয়সাল বিপ্লবের বিকল্প হিসেবে কাউকেই দেখছেন স্থানীয়রা। পৌর সভার উন্নয়নে মেয়রের পাশে থাকার ঘোষনা দেন ওয়ার্ডবাসী।
পরে প্রধান অতিথির বক্তেব্যে হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লব এলাকাবাসীর দোয়া ও সমর্থন কামনা করে বলেন, আপনারা আমার জন্য দোয়া করবেন। আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখলে উন্নয়নের ধারা অব্যাহত রাখার পাশাপাশি আপনাদের সকল দাবি দাওয়া পূরন করবো।