8
মুন্সীগঞ্জ বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উর্গ মৌলবাদির বিরুদ্ধে ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার লক্ষে, কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদ এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বুধবার সকাল ১০ টার দিকে জেলা আইনজীবী সমিতির সম্মুখে এ প্রতিবাদ সমাবেশ হয়।
উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সোহানা তাহমিনা, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি অ্যাডভোকেট শাহিন মো. আমান উল্লাহ্, সাবেক সভাপতি ও জেলা জজ কোর্টের পিপি অ্যাডভোকেট আব্দুল মতিন, সাবেক সভাপতি অ্যাডভোকেট অজয় কুমার চক্রবর্তী, অ্যাডভোকেট ফিরোজ মিয়া, অ্যাডভোকেট শামসুন্নাহার শিল্পী, অ্যাডভোকেট সুজন হায়দার জনি, অ্যাডভোকেট জানে আলম প্রিন্স, অ্যাডভোকেট মোজাম্মেল হোসেন রুমেল প্রমূখ ।