5
মুন্সীগঞ্জ জেলার জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক জনাব মোঃ মনিরুজ্জামান তালুকদার নির্দেশ মোতাবেক মোবাইল কোর্ট ও অভিযান পরিচালনা করা হয়।
আজ ২৮ মে সকাল থেকে জেলা সদর এর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেন
নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব আশরাফুল কবীর। সুপার মার্কেট-বড়বাজার-মুন্সীরহাট- চর কেওয়ার-চরডুমুরিয়া-মাকহাটি-বাগেশ্বর-লোহারপুল-সাতানিখাল-কাটাখালি প্রভৃতি এলাকা সমুহে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনায় পুলিশ বাহিনীর একটি টিম সার্বিক সহায়তা প্রদান করে।
ইদ পরবর্তী সময়েও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে মোবাইল কোর্ট চলমান আছে। মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত আছে। মুন্সীগঞ্জ এর বিভিন্ন এলাকায় সরকারি নির্দেশ অমান্য করে দোকান খোলা রাখা ও স্বাস্থ্যবিধি না মেনে ব্যবসা পরিচালনা করায় মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা করা হয়েছে।
জেলা সদরে সামাজিক দুরত্ব ও স্বাস্থবিধি না মেনে দোকান পরিচালনা করায় মোবাইলকোর্টের মাধ্যমে ৩ টি মামলায় মোট ৩৫০০/- টাকা জরিমানা করা হয়।