1
নিজস্ব প্রতিবেদক, ডেইলি মুন্সীগঞ্জঃ করোনা ভাইরাসের সংক্রমন এড়াতে মুন্সিগঞ্জ সদর উপজেলার এক ইউনিয়ন থেকে অন্য ইউনিয়নে যাতায়াত বন্ধ ঘোষণা করেছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) সন্ধ্যায় এই সিদ্ধান্ত নেয় সদর উপজেলা প্রশাসন।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক আহম্মেদ বিষয়টি নিশ্চিত করে‘ ‘পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মুন্সীগঞ্জ সদর উপজেলার এক ইউনিয়ন থেকে অন্য ইউনিয়নে যোগাযোগ বন্ধ ঘোষণা করা হয়েছে।
তিনি জানান, ‘ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ এ বিষয়ে কাজ করবে।’
ইউএনও বলেন, ‘করোনায় আক্রান্ত হলে লক্ষণ প্রকাশ পাবে না কিন্তু আপনি ভাইরাস বহন করবেন যেটা আরও মারাত্মক। কোনোভাবে সুস্থ মানুষের সংস্পর্শে আসলে তিনি আক্রান্ত হবেন এবং তার মধ্যে লক্ষণ ও উপসর্গগুলো প্রকাশ পাবে যা জীবন হানিকর।’
‘তাই দায়িত্বে নিয়োজিত ব্যক্তিরা যা বলছেন, তার ওপর আস্থা রাখতে হবে। সরকার ও আমাদের সম্মিলিত উদ্যোগে, মানুষে-মানুষে সংস্পর্শ এড়ানোর মাধ্যমে করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়া রোধ করতে হবে।