Logo
ব্রেকিং নিউজ :
Wellcome to our website...

মুন্সীগঞ্জ সদর থানার ওসি তদন্তের করোনা শনাক্ত

বর্ষন মোহাম্মদ
আপডেট সময় : Saturday, May 2, 2020

1

মুন্সীগঞ্জ সদর থানার ওসি (তদন্ত) গাজী সালাউদ্দিনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। মুন্সীগঞ্জ পুলিশ সুপার আব্দুল মোমেন পিপিএম এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শুক্রবার সন্ধ্যার দিকে ‘নিপসম‘ থেকে ম্যাসেজে এই তথ্য দেওয়া হয়েছে।

মুন্সীগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সুমন কুমার বণিক জানান, বৃহস্পতিবার ওই পুলিশ কর্সকর্তার নমুনা সোয়াব সংগ্রহ করে ঢাকায় ‘নিপসমে‘ পাঠানো হয়েছিল । পরে শুক্রবার সন্ধ্যার দিকে সেখান থেকে তাকেই সরাসরি জানানো হয় তার করোনা পজেটিভ । সাবধানে থাকার জন্য তাকে নির্দেশনা প্রদান করা হয়েছে। এখনো অফিসিয়ালি রিপোর্ট আসেনি। নমুনার রিপোর্ট আসলে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

মুন্সীগঞ্জ পুলিশ সুপার আব্দুল মোমেন জানান, আগে থেকেই তিনি সতর্ক ছিলেন। তারপরও পজেটিভ শোনার পর পরিবারের সঙ্গে বাসায়ই আছেন।

পুলিশ সুপার আরো বলেন, ৩০ এপ্রিল তার নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছিল করোনা পরীক্ষার জন্য। তাকে বর্তমানে কোয়ারেন্টিনে থাকার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া তার কাছাকাছি যারা গিয়েছেন তাদের সবার নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষার জন্য পাঠানো হবে।

তিনি মুন্সীগঞ্জ সদর থানার যেই কক্ষে বসতেন সেখানেই বাড়তি সুরক্ষা ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে। কিভাবে সংক্রমণ হয়েছে তা এখনো জানা যায়নি । জেলার সকল থানা ও পুলিশ লাইন্সে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য বলা হয়েছে।


এ জাতীয় আরো খবর
Theme Created By ThemesDealer.Com
0Shares
0Shares